১৯৯৯ সালে আরণ্যক নাট্যদলের প্রযোজনায় `ময়ূর সিংহাসন` প্রথম মঞ্চে আসে। দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে নাটকটি।
ষাটের দশকে জাগরিত জনতার গণতন্ত্রের দাবি, ধর্মনিরপেক্ষতার চেতনা আর এর বিপরীতে তৎকালীন সামরিক শাসকের ছড়িয়ে দেওয়া সাম্প্রদায়িকতার বিষবাষ্প এ নাটকের ভিত্তি, যার ভয়াবহ দায় আমাদের আজও বহন করতে হচ্ছে।
২০০৯ সালে নাটকটির ১০০তম পর্ব মঞ্চস্থ হয়।
মান্নান হীরার রচনা ও শাহ আলম দুলালের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মান্নান হীরা, শাহ আলম দুলাল, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, তাজিন আহমেদ, আরিফ হোসেন আপেল, আমিন আজাদ, আমানুল হক হেলাল, আমিনুল হক, দীপক সুমন, কামরুল হাসান, পরিমল মজুমদার, সাজ্জাদ সাজু প্রমুখ।
আরণ্যকের ৪০ বছর পূর্তির বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ‘ময়ূর সিংহাসন’ মঞ্চস্থ হবে ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।