রাষ্ট্রপতি জিল্লুর রহমান অধিকসংখ্যক গরীব ও মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে বেসরকারী বিশ্ববিদ্যালগুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এক প্রতিনিধি দল আজ বঙ্গভবনে তাঁর সঙ্গে সাক্ষাত করতে এলে রাষ্ট্রপতি এ আহ্বান জানিয়ে বলেন, “বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের জন্য শিক্ষার আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’
প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম, সদস্য এম এ কাসেম এবং নিয়োগের জন্য প্রক্রিয়াধীন ভাইসচ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর।
বৈঠকে প্রতিনিধিদল ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগের প্রক্রিয়াসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা জানান, এনএসইউ গত শিক্ষাবর্ষে গরীব শিক্ষার্থীদের বৃত্তির জন্য ৭ কোটি টাকা দিয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোন টিউশন ফি নেয়া হয় না।
তারা আগামী বছর জানুয়ারীতে প্রতিষ্ঠানটির ১৬তম সমাবর্তনে সভাপতিত্ব করতে বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
– বাসস