প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহবান জানান।
শেখ হাসিনা “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১২ পালন করার উদ্যোগকে স্বাগত জানান।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বিষণœতা : একটি বৈশ্বিক সঙ্কট’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অসংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব উল্লে¬খযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মানসিক রোগ অন্যতম। বিষণœতা একটি মানসিক রোগ। এর কারণে কর্মদক্ষতা হ্রাস, ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, সুস্থ-সবল, কর্মক্ষম জাতি গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার মানসিক স্বাস্থ্যসহ সব ধরনের স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের গত মেয়াদে প্রতিষ্ঠিত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা, মানসিক রোগ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আমরা মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সাথে স¤পৃক্ত করেছি।’
তিনি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১২ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
– বাসস