ইমরানের দণ্ড স্থগিত ‘অন্ধকার অধ্যায়’ : শাহবাজ শরিফ

ইমরানের দণ্ড স্থগিত ‘অন্ধকার অধ্যায়’ : শাহবাজ শরিফ

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দণ্ড স্থগিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় একে ‘অন্ধকার অধ্যায়’ বলে মন্তব্য করেছেন শাহবাজ শরিফ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের সাজা স্থগিতে নমনীয় হওয়ায় ইসলামাবাদ আদালত ও প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের প্রতি নিন্দা জানান তিনি।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ইমরানের সাজা স্থগিতের ঘোষণা করেন বিচারক। এই রায়কে পিটিআই চেয়ারম্যানের জন্য বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।
রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিবৃতিতে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ বলেছেন, ইমরান খানের প্রতি প্রভাবিত হয়েছেন ইসলামবাদের উচ্চ আদালত। রায় ঘোষণার আগেই কী হতে যাচ্ছে, তা যদি সবাই জানে তাহলে এটি বিচার ব্যবস্থার জন্য উদ্বেগজনক।
সাজা স্থগিতের ঘটনায় টুইটারে আরও লিখেছেন, বিচার ব্যবস্থার এমন ভূমিকা ইতিহাসের অন্ধকার অধ্যায় হয়ে লেখা থাকবে। দাঁড়িপাল্লা একদিকে। কিন্তু ন্যায়বিচারকে ক্ষুণ্ন করে এমন রায় কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
আদালত সংক্ষিপ্ত রায়ে ঘোষণা করেছে যে, রায়টি একদিন আগে থেকেই সংরক্ষিত ছিল। যেখানে কর্তৃপক্ষকে পিটিআই প্রধানকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। ডনের প্রতিবেদনে জানা গেছে, প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে বহুল প্রত্যাশিত আদেশ ঘোষণা করেন।
তোশাখানা দুর্নীতি মামলায় গত (৫ আগস্ট) শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন ইসলামাবাদের বিচারক হুমায়ুন দিলাওয়ার।

আন্তর্জাতিক শীর্ষ খবর