নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছাতে সাধারণত সময় লাগে ৮ ঘণ্টা।
কিন্তু এবার এই যাত্রা অতিক্রম করা যাবে ৯০ মিনিটেই। অবিশ্বাস্য এই বিষয়কে বাস্তবে রূপ দিতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পরিকল্পনা করছে সংস্থাটি। যুদ্ধবিমানের আদলে তৈরি করা হতে পারে দ্রুতগতির এই বিমান। ২০০৩ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন যাত্রীবাহী বিমান ছিল কনকর্ড।
নিউইয়র্ক থেকে লন্ডন যেতে কনকর্ডের সময় লেগেছিল মাত্র ২ ঘণ্টা ৫২ মিনিট ৫৯ সেকেন্ড। কিন্তু নাসার সুপারসনিক ফ্লাইট ওই সময়কেও প্রায় অর্ধেক কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
মহাকাশ গবেষণা সংস্থাটির তরফে জানানো হয়েছে, সুপারসনিক জেট ঘণ্টায় তিন হাজার কিলোমিটারেরও বেশি পাড়ি দিতে পারবে। নাসার হাইপারসনিক টেকনোলজি প্রজেক্টের ম্যানেজার মেরি জো লং-ডেভিস বলেন, সুপারসনিক প্যাসেঞ্জার জেটের উড্ডয়ন এবং অবতরণে শব্দ কমানোর ওপর জোর দেয়া হবে।