পুষ্পার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন আল্লু অর্জুন

পুষ্পার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন আল্লু অর্জুন

ক্যারিয়ারের প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন তেলুগু অভিনেতা আল্লু অর্জুন। ২০২১ সালে মুক্তি পাওয়া পুষ্পা: দ্য রাইজের জন্য মর্যাদার এ পুরস্কার পেলেন তিনি। এছাড়া তেলুগু ইন্ডাস্ট্রি থেকে ইতিহাস সৃষ্টি করা আরআরআর জনপ্রিয়তা (পপুলার) ক্যাটাগরিতে জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার।
আজ বৃহস্পতিবার ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।
ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছে রকেট্রি। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিয়াওয়ারিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনিও প্রথমবার এ সম্মানজনক পুরস্কার জিতলেন।
আল্লু অর্জুনের সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জেতা তেলুগু ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ব্যাপারই বটে। এই ইন্ডাস্ট্রির আর কোনো অভিনেতা আগে কখনো জেতেনি এই পুরস্কার। সেই হিসেবে ইতিহাসই গড়লেন আল্লু।
এদিকে, মিমির জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। দ্য কাশ্মীর ফাইলসের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পল্লবী যোশি। সেরা সেরা শিশু শিল্পী বাভিন রাবারি, চেল্লো শোর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

বিনোদন শীর্ষ খবর