বিশ্বের সবচেয়ে বয়সী নারীর মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়সী নারীর মৃত্যু

পর পর ‍দু’টি বিশ্বযুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের জন্মসহ গত শতাব্দীর বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী জর্জিয়ার আন্তিসা খিচাভা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ১৩২।

প্রাক বলশেভিক যুগেরও আগে উনবিংশ শতাব্দীর শেষার্ধে রাশিয়ার জার যুগে জন্ম নেওয়া এ নারী মৃত্যুর পূর্ব পর্যন্ত জর্জিয়ার প্রত্যন্ত সাচিনো এলাকার এক দুর্গম পাহাড়ি এলাকায় তার নাতির সঙ্গে বসবাস করতেন।

নিজের সঙ্গে থাকা রাশিয়ার জার আমলের বিভিন্ন দলিল অনুযায়ী তিনি জন্ম নেন ১৮৮০ সালের ৮ জুলাই। যদিও বিশেষজ্ঞরা এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।

মৃত্যুর সময় খিচাভা রেখে গেছেন ১২ জন পৌত্র-পৌত্রি এবং ১৮জন প্রপৌত্র-প্রপৌত্রি।   প্রতিদিন স্বল্প পরিমাণে স্থানীয় ব্রান্ডি পানই তার সুস্বাস্থ্যের রহস্য বলে দাবি করতেন তিনি।

খিচাভার সত্যিই এত বয়স কি না তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান হলেও খিচাভার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা অবশ্য খিচাভার দাবির সঙ্গে সহমত পোষণ করেন।

জন্মের পর থেকেই খিচাভাকে তারা এ রকমই দেখে আসছেন বলে দাবি করেছেন তার প্রতিবেশী অনেক বয়স্ক ব্যক্তি।

আন্তর্জাতিক