পাকিস্তান যা বলে বিএনপি তাই করে: আইনমন্ত্রী

পাকিস্তান যা বলে বিএনপি তাই করে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক ব‌লেছেন, পাকিস্তান যা বলে বিএনপি তাই প্রচার করে। এতে বাংলাদেশের যত ক্ষতিই হোক, তা‌দের কিছু আসে যায় না।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস স্মরণে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী ব‌লেন, দেশের মানুষ সঠিক ইতিহাস জানে। এ কারণে তারা বিএনপিকে ভোট দেবে না। বিএনপি দেশ ও জনগণকে ভালোবাসলে নির্বাচনে এসে প্রমাণ করুক।
তিনি আরো বলেন, তারেক রহমানকে গ্রেনেড হামলার আসামি বানানো নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি তথ্য না জেনে মনগড়া মিথ্যাচার করেছেন।

আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত ছিল বলেই ২১ আগস্ট গ্রেনেড হামলার সুষ্ঠু তদন্ত করা হয়নি। মির্জা ফখরুল মিথ্যা বলতে বলতে জঘন্য পর্যায়ে পৌঁছে গেছেন। মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি। বিএনপির মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক হতে হবে।

বাংলাদেশ শীর্ষ খবর