প্যালেসের মাঠে ১০ জনের আর্সেনালের জয়

প্যালেসের মাঠে ১০ জনের আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে শেষ ভাগে হোঁচট খেয়ে ট্রফি হারানো আর্সেনাল এবারও আশা জাগানিয়া শুরু করেছে। সোমবার ক্রিস্টাল প্যালেসের মাঠে দ্বিতীয় জয় পেয়েছে তারা ১-০ গোলে। তবে শেষ ২৩ মিনিট ১০ জন নিয়ে খেলায় ঘাম ছুটেছিল তাদের।
সেলহার্স্ট পার্কে প্রথম আধঘণ্টায় দুই দল সেরা কিছু সুযোগ পেয়েছিল। আর্সেনালের এডি এনকেতিয়া ২৯তম মিনিটে পোস্টে আঘাত করেন। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি। ডেকলান রাইসের বাড়ানো বল তুলে দিয়েছিলেন, কিন্তু তা পথ পাল্টে ক্রসবারের ওপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে আর্সেনালের গোলে ঠিকই জড়িয়েছে এনকেতিয়ার নাম। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফ্রি কিকে বল দখলে তিনি এগিয়ে এলে স্বাগতিক কিপার স্যাম জনস্টন তাকে বক্সে ফেলে দেন। রেফারি ডেভিড কুটে পেনাল্টির বাঁশি বাজান এবং মার্টিন ওডেগার্ড কিপারের ডানদিকের পোস্ট দিয়ে জাল কাঁপান।
আর্সেনাল সহজ জয়ের পথে ছিল। কিন্তু টমিয়াসু দুটি হলুদ কার্ড দেখলে চাপে পড়ে তারা। এক ঘণ্টার মাথায় বল থ্রো করতে গিয়ে সময় নষ্ট করার কারণে তিনি প্রথম হলুদ কার্ড দেখেন, পরে ৬৭তম মিনিটে জর্ডান আইয়ুকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
মিকেল আর্তেতা দ্রুত খেলোয়াড় বদল করে রক্ষণাত্মক কৌশলে যান। তাতে প্যালেস আর ম্যাচে ফিরতে পারেনি। ফুলব্যাক টাইরিক মিচেল স্টপেজ টাইমে সমতা ফেরাতে পারতেন, কিন্তু বল গোলবারের পাশ দিয়ে যায়।
এই জয়ে আর্সেনাল ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে। গোল পার্থক্যে তারা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ও ম্যানসিটির পরে।

খেলাধূলা শীর্ষ খবর