প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের রামুতে ক্ষতিগ্রস্ত ১০৭ পরিববারকে প্রায় ৪ কোটি টাকার বেশি অনুদান দিয়েছেন।
সোমবার দুপুর ১২টায় সভা মঞ্চে প্রধানমন্ত্রী এ অনুদান হস্তান্তর করেন। এর মধ্যে নগদ ৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকার চেক দেওয়া হয়। এ নগদ অর্থের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ কোটি ৩৪ লাখ টাকা এবং অন্যান্য সংস্থার ২ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকা রয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী ৩৫.৬২ মেট্টিক টন চাল, আড়াই শতাধিক কম্বল, ৩০ পরিবারকে ৩০ সেট বই, ২৯৭ বান্ডিল টিন দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী বিমানযোগে সোমবার সাড়ে ১০ টায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান।
এরপর বেলা ১১ টায় রামুতে পৌঁছে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও বসতবাড়ি পরিদর্শন করেন। পরে রামুর খিজারী উচ্চ বিদ্যালয় মাঠে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।