জাল ভিসায় মালয়েশিয়া যাবার সময় ৪জনকে গ্রেপ্তার করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
এএসপি মোতাজ্জের হোসেন জানান, মালয়েশিযান এয়ারলাইন্সের ( এমএইচ ১৯৭) কবির ২৭, রফিকুল ইসলাম (২০), সোহাগ হোসেন (২৩) , আলমগীর হোসেন ( ১৬) নামের এই ৪যাত্রী মালয়েশিয়া যাবার জন্য বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের রো থেকে বোর্ডিং কার্য সংগ্রহ করে। এরপর তারা ইমিগ্রেশন পার হওয়ার সময় তাদের পাসপোর্টে মালয়েশিয়া ছাড়াও ব্রুনাই ও ইন্দোনেশিয়ার জাল ভিসা পাওয়া যায় । জাল ভিসায় মালয়েশিয়া যাবার চেষ্টার অভিযোগে এপিবিএন তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা জানায়, প্রত্যেকেই ৩ লাখ ২০ হাজার টাকা দিয়ে এক দালালের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছ্লি । এদের বিরুদ্ধে বিমানবন্ধর থানায় মামলা দায়ের করা হয়েছে।