যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ তহবিল সংগ্রহ করেছেন। এ সময় তার সংগৃহীত তহবিলের পরিমাণ ১৮ কোটি ১০ লাখ ডলার, যা এখন পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর সর্বোচ্চ সংগ্রহ। খবর পিটিআইয়ের।
গত শনিবার ডেমোক্র্যাট শিবির থেকে সংগৃহীত তহবিলের এ পরিমাণ জানানো হয়। ১৮ লাখ ওবামা সমর্থক এ বিপুল পরিমাণ অর্থ সংগ্রহে সহায়তা করেন। এ ছাড়া দাতাদের মধ্যে ৫ লাখ ৬৭ হাজার নতুন যুক্ত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। হিসাবে দেখা যায়, দাতারা গড়ে ৫৩ ডলার করে চাঁদা দিয়েছেন। আসছে ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা শিবিরের সংগ্রহ ১০০ কোটি ডলারের জাদুকরী সংখ্যা অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এতো বিপুল পরিমাণ তহবিল সংগ্রহের ঘটনা ঘটতে যাচ্ছে।
সংগৃহীত বিপুল পরিমাণ তহবিল এবং শুক্রবার প্রকাশিত বেকারত্বের হার কমে আসা প্রতিবেদনের সুবাদে ওবামা প্রথম বিতর্কে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে হেরে যাওয়ার আঘাত সামলে উঠবেন বলে মনে করা হচ্ছে।
সমর্থকদের উদ্দেশে পাঠানো এক ই-মেইল বার্তায় ওবামার প্রচারণা ব্যবস্থাপক জিম মেসিনা বলেন, ‘এ পর্যন্ত এটিই আমাদের সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করা মাস।’
২০১১ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৯ লাখ মানুষ ওবামার তহবিলে চাঁদা দিয়েছেন।
এদিকে বুধবারের বিতর্কে ওবামাকে দৃশ্যত হারিয়ে দেয়ার পরে রমনির তহবিল অভিযানে গতি আসে। বিতর্কের পরবর্তী ৪৮ ঘণ্টারও কম সময়ে তার তহবিলে ১ কোটি ২০ লাখ ডলারেরও বেশি জমা পড়ে। রমনি শিবির থেকে সেপ্টেম্বরে সংগৃহীত তহবিলের পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি।
আগস্টে ওবামা শিবির সংগ্রহ করে ১১ কোটি ৪০ লাখ ডলার আর রমনি শিবিরের সংগ্রহ ছিল ১১ কোটি ১০ লাখ ডলার।