আরব আমিরাতে ভিসা বন্ধ জনশক্তি রপ্তানি ও ব্যবসা বিঘ্নিত হচ্ছে: এফবিসিসিআই

আরব আমিরাতে ভিসা বন্ধ জনশক্তি রপ্তানি ও ব্যবসা বিঘ্নিত হচ্ছে: এফবিসিসিআই

সম্প্রতি আরব আমিরাতে ভিসা বন্ধ হওয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ ও  ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রির (এফবিসিসিআই) প্রথম সহ-সভাপতি জসিম উদ্দিন।

রোববার দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিকল্পে সহযোগিতা প্রদান বিষয়ে এফবিসিসিআই এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই-এর (সংযুক্ত আরব আমিরাত) মধ্যে এক ‘সমঝোতা চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এফবিসিসিআই’র সভা কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাহ্তাবুর রহমান নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় জসিম উদ্দীন আরো বলেন, আশা করছি সরকার খুব দ্রুত এ সমস্যার সমাধানে ব্যবস্থা গ্রহণ করবে।

একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও বিনিয়োগ সর্ম্পক আরো বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থাকলেও বাংলাদেশের রপ্তানি ইতিবাচক রয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশীয় ব্যবসায়ীদের চেষ্টা এবং সরকারের ব্যাবসা বান্ধব নীতির ফলে এটি সম্ভব হয়েছে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই-এর সভাপতি মাহতাবুর রহমান, সহ-সভাপতি আইয়ুব আলী, মহাসচিব নুর মোহাম্মদ, এফবিসিসিআই’র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রবাসী মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মাহতাবুর রহমান বলেন, বিদেশের সব নিয়ম কানুন মেনে বাংলাদেশ থেকে লোক পাঠান এতে করে আমিরাতে শ্রমবাজার বাড়বে বলে তিনি মনে করেন। বাংলাদেশের বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারে ন্যূনতম পাঁচ বছরের কর মওকুফ করারও আহবান জানান তিনি।

মাহতাবুর রহমান বলেন, সাময়িকভাবে ভিসা বন্ধ রয়েছে, সরকার সহযোগিতা করলে এ সমস্যা সমাধান হয়ে যাবে।

তিনি আরো বলেন, আরব আমিরাতে বাংলাদেশিরা গিয়ে দুই ধরনের সমস্যায় পড়েন। তা হলো- জাল ভিসা এবং কোম্পানির চাহিদা অনুয়ায়ী অভিজ্ঞ শ্রমিক না পাওয়া। এতে প্রতি বছর প্রায় দুই লাখ লোক প্রতারিত হচ্ছে।

অর্থ বাণিজ্য