তুর্কি ভূখণ্ডে আবারও সিরীয় মর্টারের গোলা

তুর্কি ভূখণ্ডে আবারও সিরীয় মর্টারের গোলা

সিরিয়া থেকে ছোড়া মর্টারের গোলা সীমান্ত অতিক্রম করে আবারও তুর্কি ভূখণ্ডে আঘাত হেনেছে। জবাবে তুর্কি সেনারাও সিরীয় ভূখণ্ডে আর্টিলারির গোলাবর্ষণ করে এর জবাব দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

শনিবার সকালের দিকে সিরীয় সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত তুর্কি গ্রাম গুভেসিতে সিরিয়া থেকে ছোড়া মর্টারের গোলা আঘাত হানে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সীমান্তের ৫শ’ মিটার ভেতরে বিস্ফোরিত হওয়া ওই মর্টারের গোলায় কেউ আহত হননি। তবে গুভেছির নিকটে মোতায়েন তুর্কি আর্টিলারি ইউনিটগুলো সঙ্গে সঙ্গে পাল্টা গোলাবর্ষণ করে ওই মর্টার হামলার জবাব দেয়। এ সময় আতংকিত গ্রামবাসীরা বাড়িঘর ছেড়ে সীমান্ত থেকে দূরবর্তী নিরাপদ জায়গায় আশ্রয় নিতে ছুটে যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

গত কয়েকদিনে দুই প্রতিবেশী দেশের মধ্যে এটি দ্বিতীয় বারের মত গোলা বিনিময়। বুধবার সীমান্ত সংলগ্ন একটি তুর্কি শহরে সিরিয়া থেকে ছোড়া মর্টারের গোলা বিস্ফোরিত হলে প্রাণ হারায় দুই নারী ও তিন শিশুসহ ৫ তুর্কি নাগরিক। এর পর থেকেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দু’দেশের মধ্যে । প্রতিক্রিয়ায় সিরিয়ার অভ্যন্তরে ব্যাপক গোলা বর্ষণ করে তুর্কি গোলন্দাজ বাহিনী।  পাশাপাশি ভবিষ্যতে সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালাতে বৃহস্পতিবার তুর্কি সামরিক বাহিনীকে অনুমতি দেয় তুর্কি পার্লামেন্ট।

এছাড়া এ ঘটনায় আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তুরস্কে সিরীয় গোলাবর্ষণের নিন্দা জানায়। পাশাপাশি এ ঘটনার পর তুরস্ককে দৃঢ়ভাবে সমর্থন যোগায় তার ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র।  শুক্রবার দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আরনেস্ট এ হামলাকে তুরস্কের বিরুদ্ধে সিরীয় আগ্রাসন হিসেবে অভিহিত করেন।

তবে তুরস্ক ও অন্যান্য প্রতিবেশী দেশগুলো সিরীয় সংঘাতে বাশার বিরোধী বিদ্রোহীদের সমর্থন যোগালেও সরাসরি সিরিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করছে।

আন্তর্জাতিক