রাতে সচিবালয়ে আগুন, ১৫ মিনিটেই নিয়ন্ত্রণে

শনিবার রাত ১০টা ৫০ মিনিট। সচিবালয়ের ৯ নম্বর বিল্ডিংয়ে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট’র (পিআইডি) ফটো সেকশনে কলিং বেলের সুইচে শর্ট সর্কিটের কারণে আগুন লাগে। আগুনের ফুলকি মেঝেতে পড়ে মেঝের কার্পেটে আগুন লাগে। ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশে।

পাশেই নিউজরুম খোলা ছিলো। শুরু হয় দৌঁড়াদৌঁড়ি। পিআইডি’র গাড়ির ড্রাইভার মিজানুর রহমান আগুন নেভানোর যন্ত্র নিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এতে সময় লাগে প্রায় ১৫ মিনিট। এরই মধ্যে খবর দেওয়া হয় দমকলে। দমকলের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখেন।

খুব তাড়াতাড়ি আগুন নেভানো গেলেও বিপদের কথা জানান পিআইডির নাইট গার্ড আলিমুদ্দিন। আলিমুদ্দিন বলেন, “বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। প্রতিদিন রাত ১২টায় সময় নিউজরুম বন্ধ করে সবাই চলে যাই। এখানে কেউ থাকেন না। নিউজরুমে লোক থাকায় আগুন নেভানো গেছে। তা না হলে পুরো বিল্ডিংয়ে আগুন লাগতো।’’

আলিমুদ্দিন আরো বলেন, “যে রুমে আগুন লাগে, সেই রুমটি ফটো শেকশন। ফটো সেকশনের সবাই চলে গেছে। নিউজরুম বন্ধ হলেই আগুন আর নেভানো যেতো না।’’

এদিকে আগুনের পরিস্থিতি সামলালেও এর তাপ ছড়িয়ে পড়ে গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সংগঠনের নেতাদের মধ্যে। গভীর রাতে খোঁজ-খবর শুরু হয় কোথায় আগুন লাগলো। রাত ১২টার পর জানা পিআইডিতে ফোন করে নিশ্চিত হওয়া যায় বিষয়টি।

বাংলাদেশ