কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু হামজাকে অবশেষে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু হামজাকে অবশেষে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ব্রিটেনের কারাগারে আটক বহুল আলোচিত ধর্মীয় নেতা আবু হামজা আল মাসরি ও অপর চার ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে তাদের করা আবেদন লন্ডনের আদালতে খারিজ হয়ে গেলে অভিযুক্তদের প্রত্যর্পণের চূড়ান্ত পদক্ষেপ নেয় যুক্তরাজ্য।

আল মাসরি এবং অপর চার সন্দেহভাজন অভিযুক্ত বাবর আহমেদ, তালহা আহসান, আদেল আবদেল বারি এবং খালেদ আল ফাওয়াজকে নিয়ে একটি বিমান ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় মিলডেনহল বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

অভিযুক্ত ৫ জনকে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের আদালতে উপস্থিত করা হবে হবে। সেখানে বিচারকরা পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করবেন বলে জানা গেছে।

অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অরিগনে একটি সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং ১৯৯৮ সালে ইয়েমেনে একটি অপহরণ সংঘটনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ।

আল মাসরি এবং খালিদ আল ফাওয়াজ ও আদেল আবদেল বারিকে নিউইয়র্কের একটি আদালতে, অপরদিকে বাবর আহমেদ এবং তালহা আহসানকে কানেটিকাটের একটি আদালতে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

আন্তর্জাতিক