৮-১০ অক্টোবর ঢাকায় ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি ডি-৮ এর শিল্পমন্ত্রীদের তৃতীয় সম্মেলন।রাজধানীর রুপসী বাংলা হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে শিল্প সহায়তা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ৭ম সভা অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে রুপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ বিষয়ে জানান।
মন্ত্রী বলেন, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে বেশ কিছু সু্বিধা পাচ্ছে। বিভিন্ন দেশের বেসরকারি উদ্যোক্তাদের বিজনেস টু বিজনেস সুবিধার মাধ্যমে সরাসরি বিনিয়োগের সুযোগ বাড়ছে।
মন্ত্রী জানান, উন্নয়নশীল-৮ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি উন্নয়নকামী সংস্থা। বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর, ইরান, পাকিস্থান, তুরস্ক ও নাইজেরিয়া ডি-৮ এর সদস্য দেশ।বিশ্বের প্রায় ১৩ শতাংশ এবং মুসলিম জনসংখ্যার ৬০ শতাংশের প্রতিনিধিত্ব করে। ১৯৯৭ সালে ইস্তাম্বুলে সরকার ও রাষ্ট্র প্রধানদের শীর্ষ সম্মেলনে সংস্থাটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশিদ আলম, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবু আবদুল্লাহ প্রমুখ।