এলআরবির ‘যুদ্ধ’ ১১ই অক্টোবর

এলআরবির ‘যুদ্ধ’ ১১ই অক্টোবর

অবশেষে মুক্তি পাচ্ছে ‘যুদ্ধ’। গত ১৩ই আগস্ট বাংলালিংক মিউজিক স্টেশনে ডিজিটালি প্রকাশ পেয়েছিল এলআরবির বহুল প্রতীক্ষিত এ অ্যালবাম।

তখন কথা ছিল ১৩ই সেপ্টেম্বর অর্থাৎ এক মাসের মাথায় অ্যালবামটি ফিজিক্যালি মুক্তি দেয়া হবে অডিও সিডি আকারে। পরিবেশনা প্রতিষ্ঠান নিয়ে অনিশ্চয়তা তৈরী হওয়ায় নির্দিষ্ট সময়ে অ্যালবামটি বাজারে প্রকাশ করতে পারেনি এলআরবি ।
তবে চলতি সপ্তাহে এসে অ্যালবামটি সিডি আকারে প্রকাশের ‍বিষয়টি নিশ্চিত করেন এলআরবি প্রধান আইয়ুব বাচ্চু।

তিনি এ বিষযে বাংলা নিউজকে জানান, ডেডলাইন মিউজিক এর ব্যানারে ‘যুদ্ধ’ আসছে ১১ই অক্টোবর। এ উপলক্ষে ১০ই অক্টোবর ডেডলাইন ও বাংলালিংকের যৌথভাবে এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন থাকবে।

প্রসঙ্গক্রমে আইয়ুব বাচ্চু বলেন, আমরা ১০ই অক্টোবর জমকালো আয়োজনে ‘যুদ্ধ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি করতে চাই। কারণ, এ অ্যালবামটি অনেক সাধনার। গেল দুই মাসে ভাল সাড়া পেয়েছি মিউজিক স্টেশন থেকে।

তাই এ ব্যাপারে আমরা বেশ সিরিয়াস এখন। ‘যুদ্ধ’ অ্যালবামের বেশিরভাগ গানের কথা লিখেছেন গীতিকবি সাজ্জাদ হুসাইন। গানগুলোর শিরোনাম হলো- যুদ্ধ, আবার যুদ্ধে যাব, অন্ধকার, অন্ধ, একটি ছেলে, আগুন নিয়ে খেলো না, সাপলুডু, পুরোটাই ফাঁকি এবং যে চলে যায়।
উল্লেখ্য, এলআরবির সর্বশেষ অ্যালবাম ‘স্পর্শ’ মুক্তি পেয়েছিল ২০০৮ সালে বেঙ্গল মিউজিকের ব্যানারে।

বিনোদন