বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ওবায়দুল ইসলামের ইন্তেকাল

বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ওবায়দুল ইসলাম (৬৫) ঢাকার স্কয়ার হাসপাতালে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্নানিল্লাহে ….. রাজেউন)।

মৃত্যু কালে তিনি ২ ছেলে,২ মেয়ে,স্ত্রী সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুরের ঐতিয্যবাহী বিশ্বাস বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মরহুম ওহাব আলী বিশ্বাস। তিনি ১০ ভাই বোনের মধ্যে ২য় ছিলেন।

মরহুম ওবায়দুল ইসলাম নিজ বাবার তৈরি রাজাপুর ইয়াছিন ইনিস্টিটিউট থেকে এসএসসি, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স করেন।

ছোট ভাই জাহিদ বিশ্বাস জানান, তার প্রথম নামাজে জানাজা ঢাকার হাতির পোল এলাকায় বাদ এশা ও পরে শনিবার বেলা ১১টার দিকে পৌত্রিক বাস ভবন রাজবাড়ীর বসন্তপুরের রাজাপুর বিশ্বাস বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ