সিরাজগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় এ খেলা শুরু হয়।

শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা দফতর আয়োজিত এ খেলায় অংশ নেয় কামারখন্দ ও তাড়াশ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয়ার্ধে অংশ নেয় কামারখন্দ ও শাহজাদপুর উপজেলার মেয়ে শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভ‍াপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি।

বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুরের সংসদ সদস্য চয়ন ইসলাম, পুলিশ সুপার হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কামরখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় আ’লীগ নেত্রী জান্নাত-আরা-তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা খাতুন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরীন ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীর প্রমুখ।

খেলায় তাড়াশ উপজেলার গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে দল ৩-১ গোলে এবং শাহাজাদপুর উপজেলার পারকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল ৭-০ গোলে জয়ী হয়।

মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খেলাধূলা বাংলাদেশ