অরা ফার্নিচারের গুলশান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

অরা ফার্নিচারের গুলশান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

অরা ফার্নিচারের গুলশান শাখার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিসিসিআই’র প্রেসিডেন্ট শাখাওয়াত আবু খায়ের, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব সেলিম এইচ রহমান, জেএসডব্লিউ-চন্দ্রালীর সেলিনা খালেক।

এতে আরো উপস্থিত ছিলেন অরা ফার্নিচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমানসহ অরা ফার্নিচারের সকল স্টাফ এবং দেশের গণ্যমান্য অতিথিরা।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ফার্নিচার শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরনের লক্ষ্যে ২০০৮ সালে অরা ফার্নিচারের যাত্রা শুরু। ক্রমবর্ধমান চাহিদার কারণে দেশ জুড়ে প্রতিষ্ঠানটির বিক্রয়কেন্দ্র বিস্তৃত হচ্ছে, যেখানে স্থান পাবে দেশি, বিদেশি ও ফিউশন ঘরনার রকমারী সব আসবাপত্র। আইএসও-৯০০১: ২০০৮ স্বীকৃত হওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য ইতিমধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে বলা হয়, যাত্রার প্রারম্ভেই প্রতিষ্ঠানটি দেশি ও ও বহির্বিশ্বের চাহিদা অনুযায়ী রকমারী ফার্নিচার প্রস্তুত ও বিপণন করে যাচ্ছে। আধুনিক ও উন্নতমানের পণ্যের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা নিশ্চিতকরণ প্রতিষ্ঠানটির একটি বিশেষ প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা। শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের হার হ্রাস করা প্রতিষ্ঠানটির বিশেষ উদ্দেশ্য।

অরা ফার্নিচার কর্মকর্তারা আরো বলেন, প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকেই অনুপম সৌন্দর্য, উন্নত প্রযুক্তি, সুপরিসর অবকাঠামো এবং প্রথম সারির দক্ষ কারিগরদের সুনিপুণ হাতের ছোঁয়ায় প্রতিদিন তৈরি করে চলেছে বিশ্বমানের আসবাপত্র।

ক্রেতাদের চাহিদাকে সামনে রেখে ফার্নিচার অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে ফর্নিচার জগতে বৈপ্লবিক ধারার দ্বার উন্মোচিত হয়।

অর্থ বাণিজ্য