প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থের ব্যবহার সম্পর্কে জানতে চেয়ে সদ্য পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কেন অর্থ খরচের তথ্য জানানো হয়নি তাও জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার এসইসির পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে চিঠি পাঠানো হয়েছে বলে এসইসি সূত্রে জানা যায়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড ও খাদ্য খাতের কোম্পানি রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের কাছে তথ্য চাওয়া হয়েছে।
সায়হাম কটনের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ কিভাবে কাজে লাগানো হচ্ছে তা এসইসিকে জানানোর বিধান রয়েছে। উত্তোলিত ওই অর্থ সম্পূর্ন ব্যবহার না হওয়া পর্যন্ত প্রতি মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে এসইসিকে জানাতে হবে। কিন্তু সাহয়াম কটন সময়মতো এসইসিকে তথ্য জানাতে ব্যর্থ হয়েছে। এসইসির চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে কেন ওই তথ্য জানানো হয়নি তার ব্যাখ্যা জানাতে সায়হাম কটনকে নির্দেশ দেওয়া হয়েছে।
রংপুর ডেইরিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের আইপিওর মাধ্যমের উত্তোলিত ২৭ কোটি ৫৭ লাখ টাকার মধ্যে এক কোটি ৮৩ লাখ টাকা অব্যবহ্রত রয়েছে। প্রতিষ্ঠানটি এই অর্থ সম্পর্কিত তথ্য এসইসিকে জানাতে বিলম্ব করেছে। আর তাই চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে এই বিলম্বের কারণ জানাতে বলা হয়েছে চিঠিতে।
প্রসঙ্গত, আইপিও’র মাধ্যমে সায়হাম কটন মিলস লিমিটে পুঁজিবাজার থেকে ৪ কোটি ৭৫ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করে।
আর রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড আইপিও’র মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি এক কোটি ৬৩ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ২৯ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করে।