শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরুষদের পাশাপাশি মহিলাদের খেলাও হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া এই দুই বিভাগেই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। কাকতালীয় ভাবে এই দুটো দেশ পুরুষ এবং মহিলা বিভাগের সেমিফাইনালে একে অন্যের প্রতিপক্ষ।
আরেকটি কাকতালীয় ঘটনা আছে, উভয় দল দ্বিতীয় সেমিফাইনালে খেলছে। বিকেলে হচ্ছে মহিলাদের সেমিফাইনাল। রাতে হচ্ছে পুরুষদের। শুক্রবার বিকেলে মহিলা ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ফাইনালে অসিদের জন্য আগে থেকে অপেক্ষা করছে তাদের চিরশত্রু ইংল্যান্ড। বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ দল।
প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৫ রান করে তারা। মেগ লেনিং ২১ বলে ১৯, লিসা কারপিনি থালকার ২৫ বলে ২৩, অ্যালেক্স ব্ল্যাকওয়েল ২৫ বলে ২১, জডি ফিল্ডস ২২ বলে অপরাজিত ১৯, রাচেল হেইন্স ১২ বলে ১৫ রান করেন।
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো ১১৬ রান। ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তাদের কাজটি আরও কঠিন করে তোলেন অসি ক্রিকেটাররা। নিয়মিত বিরতিতে উইকেট ফেলে ৮৭ রানে বেঁধে ফেলে। ১৯.২ ওভার খেলে অল-আউট হয় ক্যারিবীয় শিবির। জুলিয়ানা নিরো ৪৫ বলে ৩১, শ্যানেল ড্যালে ৩৪ বলে ২৫ রান করেন। বাকি নয় জনের রান টেলিফোন ডিজিট।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ধ্বস নামিয়েছেন জুলিয়ান হান্টার। ৩.২ ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া এলিস পেরি এবং এরিন ওসবর্ন দুটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন এলিস পেরি। চার ওভারে ১৯ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।
৭ অক্টোবর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ফাইনাল খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।