সেনানিবাসে ব্যস্ত দিন কাটলো ভারতীয় সেনাপ্রধানের

সেনানিবাসে ব্যস্ত দিন কাটলো ভারতীয় সেনাপ্রধানের

সেনানিবাসে ব্যস্ত দিন কাটিয়েছেন বাংলাদেশে সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং।

বুধবার সেনানিবাসে তিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। পৃথক এ সাক্ষা‍ৎকারে তারা পেশাগত ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে জেনারেল বিক্রম সিং স্বাধীনতাযুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে তাঁকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

জেনারেল বিক্রম সিং এরপর বনানীতে নৌবাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাত করেন।

প্রসঙ্গত, জেনারেল বিক্রম সিং চারদিনের এক সরকারি সফরে মঙ্গলবার ঢাকায় আসেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী মিসেস সুরজিত কৌর।

বাংলাদেশ