নন এমপিও শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচি বৃহস্পতিবার

নন এমপিও শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচি বৃহস্পতিবার

স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা শাহবাগ থেকে ফিরে প্রেসক্লাবের সামনের রাস্তায় সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল ৯টায় তারা সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিও ঘোষণা করেছেন।

শাহবাগের শিশুপার্কের সামনের রাস্তায় কয়েকঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৪টায় কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষকরা প্রেসক্লাবের দিকে রওয়ানা হন। এর আগে শিক্ষকদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

press-clubনন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলী এ কর্মসূচি ঘোষণা করেন।

দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেন আন্দোলনরতরা। তারা শাহবাগ মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। শেষপর্যন্ত শাহবাগের রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষকরা। আর এতে শিশুপার্কের সামনের রাস্তার দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৫টার কিছু আগে বন্ধ থাকা রাস্তায় যান চলাচল শুরু হয়।

নন এমপিও এতে নেতৃত্ব দিচ্ছেন নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলী ও মহাসচিব তাপস কুমার কুণ্ডু। এতে সংহতি জানিয়েছে শিক্ষকদের বিভিন্ন সংগঠন।

অবস্থান নেওয়া সিরাজগঞ্জের শিক্ষক নেতা মাওলানা আবু লাইছ বলেন, এর আগেও আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি। শুধুই আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু দাবি পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এবার আমরা সরকারের কাছে স্পষ্ট ঘোষণাচাই।

এর আগে বুধবার সকালে টানা তৃতীয় দিনের মতো কাফনের কাপড় পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন সারাদেশ থেকে আসা শিক্ষক-কর্মচারীরা।

সকাল থেকেই শিক্ষক নেতারা তাদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন।

press-club-bgএ সময় বক্তারা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছেন। অথচ যারা দেশের তরুণ সমাজকে এগিয়ে যাবে সেই শিক্ষকরা তার পরিবার নিয়ে না খেয়ে থাকেন। ডিজিটাল বাংলাদেশ করতে হলে আগে শিক্ষকদের বেতন-ভাতা নিশ্চিত করতে হবে।

তারা বলেন, শিক্ষামন্ত্রী দাবি মানার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো আলামত দেখছি না। এখন আন্দোলন ছাড়া আমাদের আর কোনো গতি নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এদিকে, কয়েক হাজার শিক্ষক-কর্মচারী ‍অবস্থান গ্রহণ করায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তার একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

এমপিওভুক্ত করার একদফা দাবিতে গত সোমবার নন এমপি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ আন্দোলন শুরু হয়।

বাংলাদেশ