বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলায় সংশ্লিষ্ট পপুলার লাইফের ব্যক্তিবর্গের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
বুধবার বিআইএ সেক্রেটারি জেনারেল মোল্লা মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
মঙ্গলবার বিআইএ’র নির্বাহী কমিটির সঙ্গে জীবন বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক যৌথ
বৈঠকে এ দাবি ওঠে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠিত বৈঠকে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলা করার পেছনে পপুলার লাইফের সংশ্লিষ্টতা রয়েছে বলে এনএসআই’র তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
বৈঠকে ২০১১ সালে এম শেফাক আহমেদ আইডিআরএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভের পর থেকেই বীমা খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ অবদান কথা উল্লেখ করা হয়।
এছাড়া এম শেফাক আহমেদ তার দায়িত্বের অংশ হিসেবে পপুলার লাইফের জমি ক্রয় সংক্রান্ত দুর্নীতি খুঁজে পায়। এর পরিপ্রেক্ষিতে জমি ক্রয়ে ব্যবহৃত ১৮১ কোটি টাকা কোম্পানির তহবিলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এর পর থেকেই আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা করা হয় বলেও বৈঠকে আলোচনা হয়।
তাই বীমা আইনের পরিপালন ও বীমা খাতের সুরক্ষায় এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিচার হওয়া প্রয়োজন বলেও বৈঠকে দাবি করা হয়।