মাংস রপ্তানীকারকরা সহজে ভর্তুকি পাবেন

মাংস রপ্তানীকারকরা এখন থেকে আরো সহজে সরকারের রপ্তানী ভর্তুকি পাবেন। এখন থেকে ঋণপত্রের পাশাপাশি টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) এর মাধ্যমে প্রাপ্ত অগ্রিম রপ্তানী আয়ের বিপরীতে প্রকৃত রপ্তানীকারককে ভর্তুকি দেওয়া যাবে। তবে টিটি’র মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধের বিষয়টি ঋণপত্রে উল্লেখ থাকতে হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর অথরাইজড ডিলার ব্যাংকগুলোকে এ নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে আরো বলা হয়, টিটি’র মাধ্যমে অগ্রিম মূল্য আনার ক্ষেত্রে রপ্তানী ঋণপত্রের বিপরীতে ব্যাংকের ডিলার শাখা রপ্তানীর সত্যতা যাচাই করে এবং বিদেশি ক্রেতার যথার্থতা নিশ্চিত হয়ে এই ভর্তুকি প্রদান করতে পারবে।

তবে শর্ত থাকে, যে দেশে পণ্য রপ্তানী করা হলো সেদেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মূল্য আনতে হবে।

অর্থ বাণিজ্য