শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী

বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ১০ জুন (শনিবার) মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেন, “শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তিনি বাংলাদেশের জনগণের শক্তিতে বিশ্বাস করেন। তারা (বিএনপি) ভোটে আসবে না। কেউ তাদের (বিএনপি) গদিতে বসিয়ে দিবে সেই ষড়যন্ত্র করছেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।
অনুষ্ঠানে সুধীজনেরা বক্তব্যে, ধামরাই এর দক্ষিণ এলাকায় আরেকটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)।

বাংলাদেশ শীর্ষ খবর