সৌদি সফরের পর নেতানিয়াহুর কাছে ফিলিস্তিনের কথা তুলে ধরেন ব্লিঙ্কেন

সৌদি সফরের পর নেতানিয়াহুর কাছে ফিলিস্তিনের কথা তুলে ধরেন ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে ক্ষুন্ন না করার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবে শান্তি প্রচেষ্টা স্বাভাবিককরণ সংশ্লিষ্ট আলোচনার পর তিনি এমন আহ্বান জানালেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, সৌদি আরব সফর শেষ করার পর ব্লিঙ্কেন এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা করতে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এদিকে ব্লিঙ্কেন উপসাগরীয় এ দেশ সফর করায় বিভিন্ন মানবাধিকার সংগঠন তার কঠোর সমালোচনা করে।
এই বছরের শুরুতে জর্ডান এবং মিসরে আলোচনার কথা উল্লেখ করে মিলার বলেন, ব্লিঙ্কেন ‘দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে এমন পদক্ষেপগুলো এড়াতে আকাবা এবং আরম আল-শেখের আঞ্চলিক বৈঠকের প্রতিশ্রুতিগুলো বজায় রাখার প্রয়োজনীয় নিয়ে অলোচনা করেন। ওই দুই বৈঠকে ইসরাইল ফিলিস্তিন ও মার্কিন কর্মকর্তারা একত্রিত হয়েছিলেন।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্রপন্থী ইসরাইলের প্রধান মানবাধিকার গ্রুপের সামনে এক বক্তৃতায় ব্লিঙ্কেন বলেন, সৌদি আরব কর্তৃক ইহুদি এ রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে তিনি কাজ করবেন।
বৃহস্পতিবার ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলার সময় প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন যে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ হচ্ছে ‘এ অঞ্চলের স্বার্থে’ এবং তা ‘সকলের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে।’
তিনি বলেন, ‘কিন্তু ফিলিস্তিনি জনগণের জন্য শান্তির পথ খুঁজে বের করা ছাড়া এবং এ চ্যালেঞ্জ মোকাবেলা না করে যে কোন স্বাভাবিককরণ তেমন সুবিধা বয়ে আনবে না।’
‘অতএব, আমি মনে করি ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের একটি উপায় বের করার জন্য আমাদের একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ব্যাপারে কোন পথ খোঁজার বিষয়ে মনোনিবেশ করা উচিত হবে।’

আন্তর্জাতিক শীর্ষ খবর