বলিউডে এখনো অভিষেক না ঘটলেও অভিনেতা অজয় দেবগন ও কাজলের মেয়ে নিসা দেবগনকে নিয়ে বলিপাড়ায় চর্চার কমতি নেই। সিনেমায় না হলেও বিভিন্ন পার্টিতে তার মুখ প্রায়ই দেখা যায়। ২০ বছরের তরুণী নিসা তার জীবনযাপনের কারণে এর মধ্যেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। ভবিষ্যতে পেশা হিসাবে অভিনয়কে বাছবেন কি না, তা এখনো পরিস্কার নয়। তবে এই মুহূর্তে জীবনকে উপভোগ করাই এক মাত্র লক্ষ্য নিসার। সম্প্রতি তাকে প্রেমিক এবং বন্ধু দুইজনকে সঙ্গে নিয়ে লন্ডনে পপ তারকা বিয়ন্সের ‘রেনেসাঁ’ কনসার্ট উপভোগ করতে দেখা গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’-এর ব্যস্ত হলিউডের পপ তারকা বিয়ন্সে। সম্প্রতি লন্ডনে পারফর্ম করেছেন তিনি। সেই কনসার্টেই বন্ধুদের সঙ্গে হাজির ছিলেন নিসা দেবগন। এক দিকে তার প্রিয় বন্ধু ওরহান ওরফে ওরি। অন্য দিকে, নিসার চর্চিত প্রেমিক বেদান্ত মহাজন। দু’জনের হাত ধরেই বিয়ন্সের কনসার্ট উপভোগ করেছেন নিসা।
ওরি, বেদান্ত এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে কনসার্টে গিয়ে একাধিক ছবিও তোলেন নিসা। সেই সব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ সময় কাজল-কন্যার পরনে ছিল ছাইরঙা একটি ক্রপ টপ, সঙ্গে রুপোলি রঙের ঝলমলে একটি স্কার্ট। মাথায় গোলাপি কাউবয় হ্যাট, হাতে সোনালি রঙের ছোট্ট ব্যাগ।