বার্সাকে হারিয়ে রেলিগেশন এড়ালো সেল্টা ভিগো

বার্সাকে হারিয়ে রেলিগেশন এড়ালো সেল্টা ভিগো

স্প্যানিশ লা লিগায় গাব্রি ভেইরার জোড়া গোলে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে রেলিগেশন এড়ালো সেল্টা ভিগো।
নিজেদের মাঠে শেষ রাউন্ডে উজ্জীবিত ফুটবল খেলে সেল্টা ভিগো। দারুণ জয়ে লা লিগায় টিকে রইলো তারা।
ম্যাচের ৪২ মিনিটে গোল করে সেল্টা ভিগোকে এগিয়ে দেন ভেইগা। এরপর ম্যাচের ৬৫ মিনিটে ভেইগা নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। কঝজগ
দুই গোলে পিছিয়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় বার্সেলোনা। ৭৯ মিনিটে ফাতির গোল ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি।
শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতে স্বাগতিকরা।
এরফলে ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৩তম হয়ে লিগ শেষ করলো সেল্টা ভিগো। আর চ্যাম্পিয়ন বার্সেলোনা আসর শেষ করল ৮৮ পয়েন্ট নিয়ে।
তাদের সঙ্গে আগেই চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ (৭৮), অ্যাথলেটিকো মাদ্রিদ (৭৭) ও রিয়াল সোসিয়েদাদ (৭১)।

খেলাধূলা শীর্ষ খবর