অ্যাকশনে এরশাদ প্রতারণার দায়ে হুইপ পদ হারালেন গোলাম রেজা

অ্যাকশনে এরশাদ প্রতারণার দায়ে হুইপ পদ হারালেন গোলাম রেজা

প্রতারণার অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদীয় দলের হুইপ পদ থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি এইচএম গোলাম রেজাকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।একই সঙ্গে প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদ এক লিখিত বিবৃতিতে বলেন, “আমার গোচরিভূত হয়েছে যে, আমার পার্টির সংসদ সদস্য এইচ.এম. গোলাম রেজা বিভিন্ন স্থানে আমার রাজনৈতিক সচিব এবং একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি এই ভূয়া পরিচয় সম্বলিত ভিজিটিং কার্ড তৈরি করে বিতরণও করছেন, যা প্রতারণার সামিল।”

এরশাদ বলেন, “এমতাবস্থায় আমি এ মর্মে সংশ্লিষ্ট সবাইকে সুস্পষ্টভাবে অবহিত করতে চাই যে, গোলাম রেজা কখনোই আমার রাজনৈতিক সচিব ছিলেন না। এখনো নেই এবং তিনি এখন আমার পিএসও নন।”

তিনি বলেন, “এই পরিচয় দিয়ে যদি তিনি কাউকে বিভ্রান্ত করতে চান তাহলে বিষয়টি আইনের আওতায় চলে আসবে। আমি আরো অবগত করতে চাই যে, আমার রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এবং একান্ত সচিব হিসেবে রয়েছেন মেজর (অব.) খালেদ আখতার। দ্বিতীয় কোনো ব্যক্তি উল্লেখিত পদে সাথে সংশ্লিষ্ট নেই।”

বাংলাদেশ রাজনীতি