নাইজেরিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ২৫ ছাত্র নিহত

নাইজেরিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ২৫ ছাত্র নিহত

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় মুবি শহরের একটি পলিটেকনিক বিদ্যালয়ের ২৫ ছাত্রকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান অজ্ঞাত বন্দুকধারীরা পলিটেকনিকের হোস্টেলে প্রবেশ করে এ হত্যাযজ্ঞ চালায়।

এই অঞ্চলটি জঙ্গি সংগঠন বোকো হারাম উপদ্রুত এলাকা হিসেবে বিবেচিত। গত কয়েকদিন ধরেই এ এলাকায় বোকো হারাম বিরোধী অভিযান পরিচালনা করছে নাইজেরীয় নিরাপত্তা বাহিনী। এ সময় বিপুল সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজন অনেক ব্যক্তিকেও আটক করে তারা।

সংবাদমাধ্যম জানায় মুবি শহরে অবস্থিত ফেডারেল পলিটেকনিক কলেজের ক্যাম্পাসে এ হত্যাকা- সংঘটিত হয়। হামলায় কমপক্ষে ৪০ ছাত্রের মৃত্যুর দাবি করেছেন পলিটেকনিকের একজন অধ্যাপক। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায় সামরিক পোশাক পরিহিত একদল লোক ক্যাম্পাসে এসে ছাত্রদের নাম ধরে আলাদা করে সারিবদ্ধভাবে দাঁড় করায়। এরপর তাদের গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিহত ছাত্রদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি খ্রিষ্টান ধর্মাবলম্বীও ছিলো। ঘটনার পরপরই ভীত সন্ত্রস্ত ছাত্ররা ক্যাম্পাস ত্যাগ করছে বলে জানা গেছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মুসলিম প্রধান এলাকায় তৎপরতা চালানো চরমপন্থী বোকো হারাম সংগঠন নাইজেরিয়ায় একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পশ্চিমা প্রভাবিত নাইজেরীয় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

আন্তর্জাতিক