ভারতের বিদায়, থাকলো পাকিস্তান

ভারতের বিদায়, থাকলো পাকিস্তান

খেলার ১৯ বল বাকি থাকতে ভারতের বিশ্বকাপ অভিযান শেষ। ১৯ বলে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো ৩১ রান। সেমিফাইনালে যেতে হলে ভারতকে জিততে হতো ৩১ রানে। ভারত জিতেছে এক রানে। দক্ষিণ আফ্রিকা টার্গেট পূরণ করতে পারেনি, ভারতকে বিশ্বকাপে থাকতেও দেয়নি।

ভারত: ১৫২/৬ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা: ১৫১/১০ (১৯.৫ ওভার)
ফল: ভারত ১ রানে জয়ী।

ভারত এবং দক্ষিণ আফ্রিকা বুধবার দেশে ফিরে যাবে। কিন্তু তাদের মধ্যে পার্থক্য হলো ভারত শীর্ষ আটে দুটি ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা সবগুলোতে হেরেছে। ‘বি’ গ্রুপ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। ভারত পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান হওয়ায় রানগড়ে এগিয়ে থাকায় সেমিফাইনাল খেলবে তারা।

৪ এবং ৫ অক্টোবর দুটি সেমিফাইনাল হবে। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনাল হবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।

পাকিস্তান দিনের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৩২ রানে। তাদের রানগর ছিলো প্লাস ০.২৭৩। অস্ট্রেলিয়া তাদের চেয়ে এগিয়ে থাকায় (প্লাস ০.৪৬৪) তাদের সেমিফাইনালে খেলা নিশ্চিত ছিলো। লড়াইটা হচ্ছিলো পাকিস্তানের সঙ্গে ভারতের।

দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। একাদশে ছিলেন সাতজন ব্যাটসম্যান। ওপরের তিনজন রান না পেলেও পরের চারজন পেয়েছেন। রহিত শর্মা ২৭ বলে ২৫, যুবরাজ সিং এক চার দুই ছয়ে ১৫ বলে ২১, সুরেশ রায়না পাঁচ চারে ৩৪ বলে ৪৫ এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিন চারে ১৩ বলে ২৩ রান। ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ ছয় উইকেটে ১৫২ রান, শোভন স্কোর।

গৌতম গম্ভীর সেই যে খোলসে ঢুকেছেন সেখান থেকে বেরোতে পারেননি। শীর্ষ আটের তিন খেলায় তার স্কোর ১৭, ০ ৮। এই রান করতেও অনেক বল ব্যয় করেছেন। অধিনায়ক ধোনি, গৌতমের ওপর থেকে আস্থা হারাননি। একাদশের নিয়মিত ওপেনারকে খেলাচ্ছেন ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে। মারকুটে বীরেন্দ্র শেবাগ ১৪ বলে ১৭ রান নিয়ে আউট হন। পাকিস্তানের বিপক্ষে অর্ধশতক পাওয়া বিরাট কোহলি এদিন দুই রান করে বিদায় হয়েছেন।

প্রেমাদাসার পিচের যে চরিত্র তাতে এই রানের নিচে দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখা কঠিন ছিলো না। কিন্তু উইকেটের ভালো হয়ে যাওয়ায় খেলায় দারুণ ভাবে ফিলে এসেছে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছিলো প্রোটিয়াসরা। যেটুকু সম্ভাবনা ছিলো দিনের প্রথম খেলায় পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে তাও শেষ করে দিয়েছে। তাদের জন্য এই জয়টি সান্তনার। তারা জিতে যাওয়ায় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে পাকিস্তান।

বোলিংয়ের শুরুটা ভালো করেছিলো ভারত। জহির খানের প্রথম ওভারে দুই বল খেলে খালি হাতে সাজঘরের ফিরেছেন হাশিম আমলা। স্লিপে অসাধারণ ক্যাচ নিয়েছেন শেবাগ। দলের ১৬ রানে জ্যাক ক্যালিসকে (৬ রান) আউট করেন আরেক পেসার ইরফান পাঠান। কলকাতা নাইটরাউডার্সের এ অলরাউন্ডার ক্যাচ হয়েছেন শর্মার হাতে।

ডি ভিলিয়ার্স এবং ফ্যাফ ডু প্লেসিস ৩০ রান করার পর আলাদা হয়েছেন। এবার অধিনায়ক ভিলিয়াস (১৩ রান) সাজঘরে ফিরেছেন যুবরাজের বলে বোল্ড হয়ে। চতুর্থ উইকেট ৪৯ রানের জুটি প্লেসিস ও জেপি ডুমিনির। তাদের ব্যাট থেকে দ্রুত কিছু রান আসে। ছয়টি চার ও দুটি ছয়ে ৩৮ বলে ৬৫ রান নিয়ে যুবরাজের শিকার হয়েছেন প্লেসিস। ডুমিনি ২৩ বলে ১৬ রান নিয়ে বালাজিকে উইকেট দিয়েছেন। বাকিরা তাদের টার্গেটে পৌঁছাতে পারেনি।

জহির খান এবং লক্ষীপতি বালাজি তিনটি করে এবং যুবরাজ সিং দুটি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন যুবরাজ সিং।

খেলাধূলা