চিত্রনায়ক আমান এবার সুযোগ পেয়েছেন ব্রিটিশ একটি ছবিতে কাজ করার। বিভিন্ন সময় এ দেশের মুক্তিযুদ্ধের কাহিনী বিভিন্ন ছবিতে গল্পে গল্পে উঠে এলেও বাইরের দেশের কোন ছবিতে মুক্তিযুদ্ধের ইতিহাস স্থান পায়নি।
সেই ভাবনা থেকেই বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা মুনসুর আলী আগামী ০৯ অক্টোবর থেকে নির্মাণ করতে যাচ্ছেন ব্রিটিশ চলচ্চিত্র ‘সংগ্রাম’।
ছবির গল্পে দেখা যাবে বাংলাদেশে জন্ম নেওয়া এক ব্রিটিশ নাগরিক লন্ডনে একটি ইংরেজি চ্যানেলের মুখোমুখি হয়ে ফ্ল্যাশব্যাকে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে তাঁর জীবনের প্রেমের গল্প বলার পাশপাশি মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন।
ফ্ল্যাশব্যাক গল্পের সেই প্রেমের গল্পের প্রেমিক করিম চরিত্রে অভিনয় করবেন আমান । তবে তাঁর বিপরীতে আশা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চুড়ান্ত হয়নি।
আমান বলেন, ‘ এটা আমার জন্য সত্যিই খুব সৌভাগ্যের যে এমন একটি আন্তর্জাতিক মানের ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি। ছবির পরিচালক মুনসুর ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ।’
মুনসুর আলী ২০০১ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ করছেন। লন্ডনের লাইমলাইট ফিল্ম এ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এবং সিইও তিনিই।
এ পর্যন্ত সেখানে তিনি দশটিরও অধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। লন্ডনের লাইমলাইট ফিল্ম অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ও সিইও তিনি। এ পর্যন্ত সেখানে তিনি ১০টিরও বেশি চলচ্চিত্র নির্মান করেছেন।
সম্প্রতি তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে ‘প্রেমো শ্যুট’ তৈরী করেছেন।
আর মুনসুর আলী একাধারে সংগ্রাম ছবির গল্পকার, পরিচালক ও প্রযোজক।
উল্লেখ্য, আমান অভিনীত প্রথম ছবি ছিলো হাফিজ উদ্দিন পরিচালিত ‘সেই তুফান’। এ পর্যন্ত তার অভিনীত ১২ টি ছবি মুক্তি পেয়েছে।