টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা, তাদের সঙ্গী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শীর্ষ আটের শেষ ম্যাচে সমিত প্যাটেলের দুর্দান্ত ব্যাটিংও বাঁচাতে পারেনি ইংল্যান্ডকে। শ্রীলঙ্কার কাছে ১৯ রানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় তারা। লঙ্কানদের ৬ উইকেটে ১৬৯ রানের জবাবে ইংলিশরা করে ১৫০ রান।
শ্রীলঙ্কা: ১৬৯/৬ (২০ওভার)
ইংল্যান্ড: ১৫০/ ৯ (২০ ওভার)
ফল: শ্রীলঙ্কা ১৯ রানে জয়ী।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। শুরুতেই আঘাত হানেন পেসার লাসিথ মালিঙ্গা। তার শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন লুক রাইট (১২), অ্যালেক্স হালেস (৩) ও জনি বেয়ারস্টো। চতুর্থ উইকেটে ইয়ন মর্গানকে সঙ্গে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলান সমিত প্যাটেল। এরপর আবারো পর পর দুই উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে ইংল্যান্ড।
দলীয় ৭৩ রানে মর্গানকে (১০) ফেরত পাঠান আকিলা দনাঞ্জয়া। তিন রান যোগ হতেই রবি বোপারাকে (১) সাজঘরের পথ দেখান মালিঙ্গা। ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ইংলিশরা আত্মসমর্পণের ক্ষণ গুনতে শুরু করে। তবে অষ্টম উইকেটে গ্রায়েম সোয়ানকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়ে হারের ব্যবধান কমান প্যাটেল।
৪৮ বলে ৮টি চার ও দুই ছক্কা হাঁকিয়ে ৬৭ রান করেন প্যাটেল। অন্যদিকে সোয়ান ২০ বলে করেন ৩৪ রান। তার ইনিংসে ছিলো ৪টি চার ও এক ছয়ের মার।
৩১ রানে ৫ উইকেট শিকার করেন মালিঙ্গা। এছাড়া দনাঞ্জয়া দুটি এবং জীবন মেন্ডিস ও নুয়ান কুলাসেকারা পেয়েছেন একটি করে উইকেট।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। মাহেলা জয়াবর্ধনে ৪২, জীবন মেন্ডিস ১৮ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ২৮ রান করেন।
তিনটি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। এছাড়া দুটি উইকেট শিকার করেন গ্রায়েম সোয়ান।
শীর্ষ আটে কোন ম্যাচ না হেরে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয় শ্রীলঙ্কা। দুই ম্যাচ জিতে সেমিফাইনালে তাদের সঙ্গী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচ সেরা হন স্বাগতিক বোলার লাসিথ মালিঙ্গা।