বিআইডি গোল্ড অ্যাওয়ার্ড পেল মাস্টহেড পিআর

বিআইডি গোল্ড অ্যাওয়ার্ড পেল মাস্টহেড পিআর

 

দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর এবছরের বিআইডি ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি অনুষ্ঠানে স্বর্ণপদক লাভ করেছে। গ্রাহকদের ধারাবাহিকভাবে ব্যাপক পরিসরে মানসম্পন্ন সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ মাস্টহেড পিআর এই পুরস্কার পেল।

মর্যাদাপূর্ণ ৩৭তম বিআইডি ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি অনুষ্ঠানটি গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়। এই আয়োজন আন্তর্জাতিক ব্যবসায়িক নেতৃবৃন্দের জন্য একটি মিলনস্থলে পরিণত হয় যেখানে তারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক দর্শকদের সামনে উপস্থাপন করেন এবং বিভিন্ন কনফারেন্সে অংশ নিয়ে উৎকর্ষ ও গুনগত মান উন্নয়নের লক্ষ্যে নানা ধরণের কেইস স্টাডি আলোচনা করেন। যুক্তরাজ্য, যুর্ক্তরাষ্ট, রাশিয়া,সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ সহ  বিশ্বের ৭৪ টিরও বেশি দেশ থেকে ব্যবসা প্রতিষ্ঠান এই আয়োজনে অংশগ্রহণ করে।

নেতৃত্বের গুণগত উৎকর্ষ ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় নিপুণ দক্ষতা, সেবা মানে শ্রেষ্ঠত্ব, ব্যবসায়ে ব্র্যান্ড হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হওয়া, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, সেবার ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন-সম্প্রসারণ ইত্যাদির ভিত্তিতে ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি পুরস্কারটি দেওয়া হয়।

আন্তর্জাতিক ব্যবসায়িক পরিম-লে এই পুরস্কারটি গুণগত মানসম্পন্ন সেবার স্বীকৃতি, যথেষ্ট মর্যাদাশীল ও জনসচেতনতামূলক বলে বিবেচিত হয়ে থাকে। এই পরিচিতি সিইও, মালিকপক্ষ, ব্যবসার অংশীদার বা ডাইরেক্টরদের সাহায্য করে যাতে তারা ধারাবাহিকভাবে মানসম্পন্ন সেবা দানের মাধ্যমে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের খ্যাতি ও ব্র্যান্ড ইমেজ বাড়াতে পারে।

মাস্টহেড পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ করিম, পরিচালক জিয়াউদ্দিন আদিল, প্রধান পরিকল্পনা কর্মকর্তা তাসমিয়া আহমেদ এবং কমিউনিকেশন্স ম্যানেজার রাশেদুল মজিদ মামুন জেনেভায় পুরস্কারটি গ্রহণ করেন। অত্যন্ত মর্যাদাসম্পন্ন এই স্বীকৃতি কিউসি ১০০ কোয়ালিটি মডেলের উপর ভিত্তি করে দেয়া হয়, যা ১০০ টিরও বেশি দেশে প্রচলিত, এবং ইমারপ্রেস ২৬ টি প্রকাশনার সাথে একত্রে এটি পৃষ্ঠপোষকতা করবে।

অর্থ বাণিজ্য