ক্রয় কমিটিতে উঠছে ৫০ কোটি পিস ধাতব মুদ্রা ক্রয়সহ দশ প্রস্তাব

ক্রয় কমিটিতে উঠছে ৫০ কোটি পিস ধাতব মুদ্রা ক্রয়সহ দশ প্রস্তাব

দুই টাকা মূল্যমানের ৫০ কোটি পিস ধাতব মুদ্রা ক্রয়সহ দশটি দরপত্র প্রস্তাব উঠছে মঙ্গলবারের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মঙ্গলবার বিকেল তিনটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।   মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রয় কমিটির বৈঠকে আর অন্যান্য যেসব প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এরমধ্যে রয়েছে: এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ‘পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় প্রকল্প বাস্তবায়ন পরামর্শক নিয়োগ; বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘জরুরি ২০০৭ ঘুর্ণিঝড় পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পে’র আওতায় বাস্তবায়নাধীন দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলায় ঘুর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসনে নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সংশোধিত চুক্তি ও ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন; একই প্রকল্পের আওতায় খুলনার দাকোপ ও কয়রা উপজেলায় ২৪টি নতুন বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার নির্মাণ কাজের দরপত্র অনুমোদন; বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে’ নিয়োগকৃত ‘এফডিআর কনসালটেন্সি সার্ভিসেস’ (প্যাকেজ নং বিডব্লিউডিবি : এস-৮.১)-এর মেয়াদ চার বছর (জুলাই ২০১১-জুন ২০১৫) বাড়াতে সংশোধিত চুক্তি ও ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন; ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পের গাজীপুর অংশের ভূমি উন্নয়ন (প্যাকেজ-৫৩, লট-০৪) কাজের দরপত্র অনুমোদন; ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পের বিভিন্ন সেক্টরে সারফেস ড্রেনসহ অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে তিনটি প্যাকেজে ৬টি লটের (প্যাকেজ-০৩ লট-০২; প্যাকেজ-১২ লট-০১, ০৪ ও ০৫; প্যাকেজ-১৩ লট-০২ ও ০৫) কাজের দরপত্র অনুমোদন; পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের নদী ড্রেজিং-এর জন্য ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘ম্যানুফেকচারিং অ্যান্ড সাপ্লাই অব টাগ-১০০০ এইচপি এক্সেসরিজসহ (তিন সেট) (প্যাকেজ নং পিওডি-৩)’ ক্রয় কাজের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত পুনঃদরপত্র আহবানের প্রস্তাব অনুমোদন; ‘লালমাটিয়া হাউজিং এস্টেটে সরকারি কর্মকর্তাদের কাছে বিক্রয়ের লক্ষ্যে (১২৫০ বর্গফুট ও ১০৬০ বর্গফুট আয়তনের) ১৪৩টি ফ্ল্যাট (বর্তমানে ১৮২টি) নির্মাণ’ প্রকল্পের ১৪ তলা বিশিষ্ট আবাসিক ভবন নং ১ ও ২-এর নির্মাণ কাজের ভেরিয়েশন অনুমোদন এবং ঢাকার ফুলবাড়িয়ায় ‘জাতীয় অপরাধ নিয়ন্ত্রণ ও পরিচালনা মনিটরিং কেন্দ্রের’ ৭ তলা ভবনের নির্মাণ কাজের দ্বিতীয় ভেরিয়েশন অনুমোদন প্রস্তাব।

অর্থ বাণিজ্য