পদ্মা সেতু: মুখ খুললেন না অর্থমন্ত্রী, বিশ্বব্যাংকের ২টি দল অক্টোবরেই

পদ্মা সেতু: মুখ খুললেন না অর্থমন্ত্রী, বিশ্বব্যাংকের ২টি দল অক্টোবরেই

পদ্মাসেতু নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বিশ্বব্যাংক বলেছে, অক্টোবরেই ঢাকা আসছে বিশ্বব্যাংকের দুটি প্রতিনিধি দল।

সোমবার দুপুর সোয়া ২টায় অর্থমন্ত্রী তার দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা পদ্মা সেতু নিয়ে জানতে চাইলে তিনি ‘নো… নো…’ বলতে থাকেন।

পরে লিফ্ট অভিমুখে যেতে যেতে তিনি বলেন, “আপনারা সবকিছু নষ্ট করে ফেলেন।”

এ সময় তিনি আরো বলেন, “বিশ্বব্যাংক একটি বিবৃতি দিয়েছে, আমি সেটা দেখেছি। আর এ বিষয়ে আমি কোনো কথা বললে সেটা আগেই ঘোষণা দেওয়া হবে। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের এক ধরনের আলোচনা তো চলছেই।”

উল্লেখ্য, পদ্মা সেতু নিয়ে আলোচনার জন্য বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সোমবার ঢাকায় আসার কথা ছিল। এ বিষয়ে ঢাকায় বিশ্বব্যাংক কার্যালয় থেকে দুপুর ১২টার দিকে সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বিশ্বব্যাংক কর্মকর্তাদের সোমবার ঢাকায় না আসার কারণ সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই। এতে বলা হয়, “চলতি মাসেই বিশ্বব্যাংকের দু’টি প্রতিনিধি দল ঢাকায় আসবে।” সোমবার দুপুর ১২টার দিকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন জানান চলতি অক্টোবরের মধ্যেই বিশ্বব্যাংকের দু’টি পৃথক প্রতিনিধি দল ঢাকা আসছে।

বিবৃতিতে বলা হয়, পদ্মাসেতু সংশ্লিষ্ট বিষয়ে এ মাসের মধ্যেই বিশ্বব্যাংকের দু’টি প্রতিনিধি দল ঢাকা আসবে।

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি সম্পর্কে বাংলাদেশের তদন্তের অবাধ ও পূর্ণাঙ্গতা মূল্যায়নের জন্য আন্তর্জাতিক দুর্নীতি বিশেষজ্ঞদের এক্সটার্নাল প্যানেলকে একটি প্রতিনিধি দল উপস্থাপন করবে।

এ মূল্যায়নের সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রতিনিধি দলটি সহযোগী দাতাদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থা পুনঃনির্ধারণ করবে। যার ফলে দাতাদের ক্রয় প্রক্রিয়া আরও নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বব্যাংক এখন প্রতিনিধি দলের সদস্যদের কর্মসূচি সমন্বয় করছে। এবং এ মাসের মধ্যে তাদের বাংলাদেশে স্বাগত জানাবো বলে আশা করছি।

অর্থ বাণিজ্য