কান চলচ্চিত্র উৎসবে রুপের দ্যুতি ছড়ালেন ভারতীয় অভিনেত্রী মৌনি রায়। হলুদ গাউনে চলমান উৎসবের ৭৬তম আসরে রীতিমতো লাস্যময়ী রূপে ধরা দেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কান উৎসবের কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। মুহূর্তেই সেই ছবিগুলো নজর কাড়ে নেটিজেনদের।
ওই ছবিগুলতে দেখা যায়, মৌনির পরনে রয়েছে উজ্জ্বল হলুদ রঙের গাউন। সঙ্গে কালো সানগ্লাস পরে নিজেকে মেলে ধরেছেন কানের লাল গালিচায়।
কানে যাওয়ার আগে মৌনি এক বিবৃতিতে বলেন, কানের মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশ গ্রহণের সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের। এই অবিশ্বাস্য সুযোগ দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
সবশেষ ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেন মৌনি। অয়ন মুখার্জি নির্মিত এই সিনেমায় অভিনেত্রীর সঙ্গে আরও অভিনয় করেছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত, জনপ্রিয় ভারতীয় সিরিয়াল ‘নাগিন’ এর প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নেন মৌনি। খুব অল্প সময়ে ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর।