ইউরোজোনে বেকারত্বে নতুন রেকর্ড

ইউরোজোনে বেকারত্বে নতুন রেকর্ড

চলতি বছরের আগস্টে ইউরোজোনের বেকারত্বের হারে নতুন রেকর্ড হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ইউরোজোনে বর্তমানে বেকারের সংখ্যা ১ কোটি ৮২ লাখ জন।

জুলাইয়ের পর আগস্টে নতুন করে বেকারের সংখ্যা বেড়েছে ৪৯ হাজার জন। তবে জুলাইয়ের সংশোধীত উপাত্ত বলছে, বেকারত্বের হার রেকর্ড ১১ দশমিক ৪ শতাংশে স্থির রয়েছে।

সম্প্রতিক পরিসংখ্যানের অনুযায়ী, ইউরোজোনের মধ্যে বেকারত্বের হার স্পেনে সবচেয়ে বেশি। দেশটির ২৫ দশমিক ১ শতাংশ মানুষ কর্মহীন।

অপরদিকে, অস্ট্রিয়ায় এই হার মাত্র ৪ দশমিক ৫ শতাংশ এবং জার্মানিতে ৫ দশমিক ৫ শতাংশ।

সাম্প্রতি পরিসংখ্যানে আরো জানা গেছে, ইইউ অঞ্চলে গত আগস্টে মোট বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৪ হাজার। শতকরা হিসাবে এ বৃদ্ধি হার ১০ দশমিক ৫ শতাংশ।

আন্তর্জাতিক