১ অক্টোবর সোমবার বিশ্ব শিশু দিবস। এ দিবসের সঙ্গে তাল রেখে অক্টোরের প্রথম সপ্তাহে পালিত হবে শিশু অধিকার সপ্তাহ। নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১২ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমী এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব তারিক-উল-ইসলাম রোববার বাংলানিউজকে জানান, এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘গর্ভ থেকে পাঁচ, বুদ্ধি বলে বাড়তে আমায় যত্ন করো আজ’।
সচিব জানান, সোমবার শিশু দিবসে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ড. শিরীন শারমিন। এছাড়া উইনিসেফের প্রতিনিধিও উপস্থিত থাকবেন।
তারিক-উল-ইসলাম বলেন, “নারী ও শিশুদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর কিছু বাস্তবায়ন করা হয়েছে। উন্নয়নমূলক কর্মসূচি আরো অব্যাহত রয়েছে।”
সচিব জানান, মেধাগত, আবেগিক ও সামাজিক বিকাশের জন্য প্রারম্ভিক শিশু বিকাশ প্রকল্প হাতে নেয় সরকার। নিরাপদ উদ্দীপনা সৃষ্টি ও শিশুদের সহায়ক হিসেবে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায়।
সচিব বলেন, “পাঁচ বছরের শিশুদের জন্য ইউনিসেফের সহযোগিতায় দেশের ৮ হাজার ৭৩৮টি কেন্দ্রের মাধ্যমে ১০ লাখ শিশুকে প্রাথমিক শিক্ষা দান করা হচ্ছে।”
তিনি জানান, মন্ত্রণালয়ের মাধ্যমে সিসিমপুর প্রকল্পের আওতায় ৯০ লাখ কিশোর-কিশোরীকে আনুষ্ঠানিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ‘সিসিমপুর আউট রিস’ প্রকল্পটি ৩ হাজার ২০০ প্রাক-প্রারম্ভিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহ করেছে।
আইলা ও সিডর এলাকায় শিশু বান্ধব পরিবেশ রক্ষা প্রকল্পের আওতায় ৫ হাজার শিশু সুবিধা ভোগ করছে। ওই এলাকার ১০ হাজার পরিবারে ফ্যামেলি কিডস বিতরণ করা হয়েছে। পাঁচ জেলায় ২১টি চাইল্ড ফ্যামেলি স্পেস করা হয়েছে এবং ৪০টি স্পেস করার কার্যক্রম চলছে। দেশের ২৯ জেলায় এক লাখ কিশোর-কিশোরী ‘জীবন দক্ষতামূলক শিক্ষা’ গ্রহণ করেছে।
সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি
১ অক্টোবর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আলোচনা সভা, ২ অক্টোবর জাতীয় জাদুঘর, শাহবাগ থেকে বাংলাদেশ শিশু একাডেমী পর্যন্ত কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালী। র্যালী উদ্বোধন করবেন মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
এছাড়া বাংলাদেশ শিশু একাডেমীতে ৩ অক্টোবর, সুবিধাবঞ্চিত শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৪ অক্টোবর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কার্যক্রম চলবে। থাকবে ‘প্রারম্ভিক বিকাশ, প্রতিবন্ধী শিশুর অধিকার’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের যৌথ আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমীতে প্রতিবন্ধী শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা। আয়োজনে এছাড়াও থাকবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সমাবেশ ও আনন্দ অনুষ্ঠান, বিভিন্ন রাইডে শিশুদের আরোহন, মীনা শো ও শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী।
বাংলাদেশ শিশু একাডেমী ও ইএলসিডি প্রকল্পের আয়োজনে প্রারম্ভিক শৈশব বিষয়ক কার্যক্রম বাংলাদেশ শিশু একাডমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর।
বাংলাদেশ শিশু একাডমী ও সেভ দ্যা চিলড্রেন আয়োজিত স্বল্প সুবিধাভোগী শিশুদের অধিকার বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হবে ০৬ অক্টোবর।
এছাড়া ০৭ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমী ও প্লাণ-বাংলাদেশের যৌথ আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী মিলানয়তনে হবে সমাপনী অনুষ্ঠান।