হেনরীর অঢেল অর্থবিত্তের খোঁজে দুদকের কমিটি

হেনরীর অঢেল অর্থবিত্তের খোঁজে দুদকের কমিটি

সোনালী ব্যাংকের সদ্য বিদায়ী পরিচালক জান্নাত আরা তালুকদার হেনরীর সম্পদের খোঁজে নতুন অনুসন্ধান কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, গত শনিবার হেনরীর বিপুল পরিমাণ সম্পদের ওপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর রোববার নতুন অনুসন্ধান কমিটি গঠনের অনুমোদন দেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।

হেনরীর জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের প্রধান কর্মকর্তা হিসেবে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে নিযুক্ত করা হয়েছে। কমিশনের অনুমোদনক্রমে রোববার ওই কর্মকর্তাকে নিযুক্ত করা হয়।

দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র রাতে জানায়, জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই হেনরীকে দুদকের প্রধান কার্যালয়ে তলব করা হবে। এরপর তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হবে।

সিরাজগঞ্জ শহরের সবুজ কানন হাইস্কুলের শিক্ষক হেনরী ২০০৯ সালে সোনালী ব্যাংকের অন্যতম পরিচালক নিযুক্ত হন। বছর চারেক আগেও তার জীবন-যাপন ছিল খুবই সাদামাটা। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার পর নাটকীয়ভাবে তার উত্থান পর্ব শুরু হয়। মালিক হন বিপুল পরিমাণ অর্থ-বিত্তের। গাড়ি-বাড়ি আর সামাজিক অবস্থানেরও রাতারাতি পরিবর্তন হয়। হেনরীর এ উত্থান সিরাজগঞ্জবাসীকে ফেলে দেয় এক ঘোরের মধ্যে।

হেনরী বর্তমানে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা। জেলা আওয়ামী লীগের পরীক্ষিত নেতা প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের পুত্রবধূ হিসেবে ২০০৮ সালের সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২(সদর) আসন থেকে আওয়ামী লীগ থেকে খুব সহজে মনোনয়ন পান হেনরী। কিন্তু পরাজিত হন বিএনপির প্রার্থী রুমানা মাহমুদের কাছে।

বাংলাদেশ