ব্যাংকিং খাতের অনিয়ম ধরতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ দল মাঠে

ব্যাংকিং খাতের অনিয়ম ধরতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ দল মাঠে

ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করতে মাঠে নামছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ দল। যারা হলমার্কের ঋণ জালিয়াতির মতো ব্যাংকিং খাতে বড় ধরনের জালিয়াতি ও অপরাধ শনাক্ত করবে।

এজন্য ১৫টি বিশেষ দল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এদের মধ্যে ৮টি দল ঢাকায় এবং ৭টি দল চট্টগ্রামে পরির্দশন কার্যক্রম চালাবে। প্রত্যেক দলে কেন্দ্রীয় ব্যাংকের তিন থেকে চার জন দক্ষ ও পেশাদার কর্মকর্তা থাকছেন। এরা ব্যাংকিং খাতে সাম্প্রতিক সময়ের অনিয়ম খতিয়ে দেখবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

রোববার বিশেষ এ পরিদর্শন দল গঠনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এর আগে বাংলদেশ ব্যাংক গভর্নর বিভিন্ন সময় ঘোষণা দিয়েছিলেন, ব্যাংকিং খাতের অনিয়ম ধরতে বিশেষ স্কোয়াড গঠন করা হচ্ছে।

সম্প্রতি সোনালী ব্যাংকের রূপসীবাংলা হোটেল শাখাসহ কয়েকটি ব্যাংকের শাখায় বড় ধরনের ঋণ জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের একটি বিশেষ ভিজিলেন্স টিম গঠন করার উদ্যোগ নেয়।

একাধিক সূত্রের দাবি, ব্যাংকিং খাতে সম্প্রতি ঘটে যাওয়া নজিরবিহীন হলমার্ক কেলেংকারির চেয়েও বড় ধরনের অনিয়ম ও কেলেংকারি রয়েছে বলে আশংকা করছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বিশেষ দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা সন্ধ্যায় বলেন, “এ ধরণের টিম কাজ শুরু করলেই ব্যাংকিং খাতে ঘটে যাওয়া বড় ধরনের জালিয়াতির ঘটনাগুলো নিয়ন্ত্রণে আসবে।”

সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় ও চট্টগ্রাম অফিস মিলে এর কার্যক্রম চলবে। এর মধ্যে ঢাকায় ৮টি ও চট্টগ্রামে ৭ টি বিশেষ দল মাঠে নামবে।  তারা সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোর যে কোন শাখা পরিদর্শন করবে। দলগুলো ব্যাংকিং খাতে নতুন যে কোনো ধরনের জালিয়াতির ঘটনা অনুসন্ধান করবে।

সম্প্রতি হলমার্কসহ কয়েকটি অখ্যাত প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের শেরাটন শাখা থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে। এর আগে ব্যাংকিং খাতে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটে।

এবারের তদন্তে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল আমদানি-রফতানি ব্যবসার ক্ষেত্রে অভ্যন্তরীণ বিল কেনা (আইবিপি), আমদানির ক্ষেত্রে ‘লোন এগেনিস্ট ট্রাস্ট রিসিপ্ট’ (এলটিআর), রফতানির ক্ষেত্রে বৈদেশিক বিল কেনা (এফবিপি)সহ ব্যাংকিং উপকরণ খতিয়ে দেখবে।

অর্থ বাণিজ্য