বাকিতে বীমা দুই বীমা কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা

বীমা আইন লঙ্ঘন করে বাকিতে ব্যবসা বা বীমা করায় দুই বীমা কোম্পানিকে পৃথকভাবে ২ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

কোম্পানি দু’টি হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, আইডিআরএ’র একটি পরিদর্শক দল গত ১৬ই জুলাই রিলায়েন্স ইন্স্যুরেন্স ফরিদপুর শাখা পরিদর্শন করে। এসময় প্রতিষ্ঠানটির মানি রিসিপ্ট এবং ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে আইডিআরএ’র পরিদর্শক দল।

এসময় পরিদর্শক দল আইন লঙ্ঘন করে সম্পূর্ণ বাকিতে ব্যবসা করার প্রমাণ পায়। এই আইন লঙ্ঘনের দায়ে রোববার আইডিআরএ’র দপ্তরে শুনানিতে ডাকা হয় প্রতিষ্ঠানটিকে।

শুনানিতে আইডিআরএ’র দুইজন সদস্য মো. ফজলুল করিম এবং ছাঈদ আহমেদ খান উপস্থিত ছিলেন।  আর রিলায়েন্স ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা আখতার আহমেদ ও শাখার ব্যবস্থাপক কমল দাসও উপস্থিত ছিলেন।

শুনানি শেষে রিলায়েন্স ইন্স্যুরেন্সকে ৫০ হাজার টাকা এবং শাখা ব্যবস্থাপক কমল দাসকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করে আইডিআরএ।

এদিকে ১৫ই জুলাই মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বগুড়া শাখা পরিদর্শন করে আইডিআরএ’র পরিদর্শক দল।

এ সময় মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের উক্ত শাখার মানি রিসিপ্ট এবং ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে সম্পূর্ণ বাকিতে ব্যবসার প্রমাণ পায় পরিদর্শক দল। এই আইন লংঘনের দায়ে রোববার আইডিআরএ কার্যালয়ে শুনানি অনুষ্ঠিতে ডাকা হয় প্রতিষ্ঠানটিকে।

শুনানিতে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল হক এবং উক্ত শাখার ব্যবস্থাপক মো. আবু ওবায়দুল হাসান ববি উপস্থিত ছিলেন। শুনানি শেষে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানিকে ৫০ হাজার টাকা এবং শাখা ব্যবস্থাপক মো. আবু ওবায়দুল হাসান ববিকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থ বাণিজ্য