বিশ্বকাপে পাকিস্তানের ওপরেই থাকলো ভারত

বিশ্বকাপে পাকিস্তানের ওপরেই থাকলো ভারত

টোয়েন্টি টোয়েন্টি সে দিনের খেলা। এখানে পরিসংখ্যান খুব বেশি জমেনি। ২০০৭ সালে এই ফর্মেটের প্রথম বিশ্বকাপে ভারত পাকিস্তানের দেখা হয়েছিলো গ্রুপে এবং ফাইনালে। কোনটিতেই হারেনি ভারত। পাকিস্তানকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা।

ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড বরাবর ভারতের পক্ষে। সেই সুনিল গাভাস্কার থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির দল পাকিস্তানের কাছে অজেয়। জাভেদ মিঞাদাঁদ, ইমরান খান, ওয়াসিম আকরাম, মিসবাহ উল হকের মতো মোহাম্মদ হাফিজের পাকিস্তানও বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে। তাদের এবারে পরাজয় শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আটের খেলায়।

পাকিস্তান টসে জিতে আগে ব্যাটিং নেয় ভালো একটা সংগ্রহের আশায়। তাদের সে আশার গুড়ে বালি ঢেলে দেয়া ভারত। প্রথম থেকে আক্রমণাত্মক বোলিং দিয়ে পাকিস্তানের ওপর এমন চাপ তৈরি করে উইকেট ছুড়ে দেওয়া ছাড়া কিছুই করার ছিলো না ব্যাটসম্যানদের।

প্রথম ব্রেক থ্রু দেন ইরফান পাঠান ইমরান নাজিরকে ব্যক্তিগত আট রানে ফিরিয়ে। আফ্রিদি এসেও সুবিধা করতে পারেননি। মিডিয়াম পেসার লক্ষ্মিপতি বালাজিফিরিয়ে দেন তাকে। আফ্রিদি ১২ বলে করেন ১৪ রান। ক্রিজে এসে প্রত্যেকে ছটফট করছিলেন। এতেই লাভ হয়েছে ভারতের। তাদের বোলাররা বড় জুটি হতে দেননি। ষষ্ঠ উইকেটে শোয়েব মালিক ও উমর আকমলের জুড়িতে এসেছে ৪৭ রান। মালিক ২৪ এবং আকমল ২১ রান করেন।

ভারত অধিনায়ক ধোনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। একাদশে বালাজি এবং বিরেন্দ্র শেবাগকে নিয়েছেন। প্রেমাদাসার স্লো এবং লো পিচে দারুণ কার্যকর ছিলেন বালাজি। ৩.৪ ওভার বল করে নিয়েছেন তিনটি উইকেট। ইরফান পাঠানকে প্রথমে বল করিয়ে উপকার পেয়েছেন। দুই স্পিনার যুবরাজ সিং এবং অশ্বিন উইকেটের টার্ন কাজে লাগিয়ে দুটি করে উইকেট নিয়েছেন।

ভারতের জন্য ১২৯ রান খুব সহজ টার্গেট। দুই উইকেটে ১৭ ওভারে তারা টার্গেট পূরণ করেছে। যে বোলিং নিয়ে গর্ব করেন হাফিজ সেই সাঈদ আজমল, ইয়াসির আরাফাত, শহীদ আফ্রিদি, উমর গুলের বল গ্যাপে গ্যাপে খেলে সীমানা ছাড়া করেছেন বিরাট কোহলি। গম্ভীর শূন্য আর শেবাগ ২৯ রান করে আউট হয়েছেন। কোহলি আটটি চার ও দুটি ছয়ে ৭৮ রান নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন। তার সঙ্গে ছিলেন যুবরাজ সিং ১৯ রানে অপরাজিত। ম্যাচ সেরার পুরস্কার কোহলিকেই দেওয়া হয়েছে।

এই জয়ে ভারতের সেমিফাইনাল খেলার আশা বেঁচে থাকলো। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই হবে। ভারতের জয়ে শীর্ষ আটের শেষ রাউন্ড তিন দলের জন্য হয়েগেছে নকআউট ম্যাচ। পাকিস্তান, ভারত একটি করে ম্যাচ জিতে আর দক্ষিণ আফ্রিকা কোন ম্যাচ না জিতেও রেসে থাকলো।

খেলাধূলা