নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ঝুট গুদামের আগুন

নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ঝুট গুদামের আগুন

গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (৭ মে) টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল পৌনে তিনটার দিকে গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, গাজীপুরের দুটি ও উত্তরার তিনটি ইউনিটসহ আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, পরপর দুটো আগুন লাগার ঘটনায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ শীর্ষ খবর