আলেপ্পোতে নজিরবিহীন লড়াই, উভয় পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি

আলেপ্পোতে নজিরবিহীন লড়াই, উভয় পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিদ্রোহীরা সিরিয়ার আলেপ্পো নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত সরকার বাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বিদ্রোহীরা সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে অবিরাম মর্টারের গোলা বর্ষণ করে বলে জানা গেছে। এ সময় আলেপ্পোর বিভিন্ন প্রান্তে উভয় বাহিনীর মধ্যে নতুন করে ভয়াবহ লড়াই শুরু হয়।

এদিকে নগরীর কয়েকটি ফ্রন্টে নিজেদের অগ্রগতি দাবি করেছে বিদ্রোহীরা। তবে সালাহেদ্দিন জেলা থেকে পিছু হটার কথা স্বীকার করেছেন নগরীর মূল বিদ্রোহী বাহিনী আল তাহহিদ ব্রিগেডের কমান্ডার আবু ফুরাত। পর্যাপ্ত বিস্ফোরক ও গোলা বারুদের অভাবেই তাদের পিছিয়ে আসতে হয় বলে জানান তিনি।

লড়াইয়ে এ পর্যন্ত ২৫ জন সরকারি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। তবে লড়াইয়ে ২০ সহযোদ্ধা নিহত এবং অপর ৬০ জন আহত হয়েছে বলে স্বীকার করেছে বিদ্রোহীদের একটি সূত্র।

এদিকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অবসার্ভেটরি ফর হিউমান রাইটসের মুখপাত্র রামি আবদেল রহমান জানান বৃহস্পতিবার শুরু হওয়া এ লড়াই শুক্রবার ব্যাপক আকার ধারণ করে যা এর আগে কখনই দেখা যায়নি। এর আগে লড়াই একটি বা দুটি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এটি নগরীর প্রায় সবখানেই ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

শুক্রবারের সংঘাতে সমগ্র সিরিয়া জুড়ে ৬০ জন নিহত হয়েছে বলে জানান আবদেল রহমান। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে উল্লেখ করেন তিনি।

তবে লড়াইয়ে উভয় পক্ষেরই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি জানান দুই পক্ষের কেউই লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করতে পারেনি।

আলেপ্পোর কেন্দ্রস্থলের সুলাইমানিয়া জেলার এক অধিবাসী জানান শুক্রবার সারা রাত ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ রকম লড়াই এর আগে হয়নি বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক