(বাসস) : রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ বঙ্গভবনে শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন।
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বঙ্গভবনের দরবার হলে এই জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি শিশুদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশের গর্বিত নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
রাষ্ট্রপতি শিশুদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহবান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘এই রূপকল্পের লক্ষ্য একটি জ্ঞান নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা।’
রাষ্ট্রপতি জিল্লুর রহমান শিশুদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণাবলী অনুসরণ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘তাঁর ( শেখ হাসিনা) বৈশিষ্ট্য হচ্ছে সবার সঙ্গে ভালো ব্যবহার করা, বয়স্ক ব্যক্তিদের শ্রদ্ধা এবং অসহায়দের সাহায্য করা।’
রাষ্ট্রপতি জিল্লুর রহমান নেতা হিসেবে শেখ হাসিনার বিভিন্ন সফল্য তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে- গণতন্ত্র প্রতিষ্ঠা, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর, ভারতের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষর, ডিজিটাল বাংলাদেশ-এর প্রচারণা, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বক্তব্যদান এবং সমুদ্রসীমায় দেশের অধিকার প্রতিষ্ঠা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
এরপর রাষ্ট্রপতি জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১২-এ বিজয়ী মেলার চার সদস্যকে স্বর্ণপদক পরিয়ে দেন।
দিনটি উপলক্ষে সংগঠনের শিশু-কিশোরদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।