প্রেসক্লাবের সাবেক সভাপতি ফাজলে রশিদ আর নেই

প্রেসক্লাবের সাবেক সভাপতি ফাজলে রশিদ আর নেই

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ফাজলে রশিদ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউইয়র্ক সময় শুক্রবার বেলা পৌনে তিনটায় সেখানকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

গত কয়েক মাস ধরেই তিনি বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে মরহুমের মরদেহ ওই হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তবে তাঁকে কোথায় দাফন করা হবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন কিছু জানানো হয়নি।

ফাজলে রশিদ ১৯৩৮ সালে ১ আগস্ট ভারতের কোলকাতায় জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৬৩ সালে পাকিস্তান অবজারভারে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর বাংলাদেশ অবজারভার, মর্নিং নিউজ, নিউনেশন পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকার জাতীয় বিভিন্ন দৈনিকে লেখার পাশাপাশি সর্বশেষ তিনি উইকলি হলিডের কন্ট্রিবিউটিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।

ফাজলে রশিদ জাতীয় প্রেসক্লাবের দুইবার সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশে ইংরেজি সংবাদিকতার অন্যতম অগ্রপথিক ফাজলে রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলেরও অধিনায়ক ছিলেন।

মরহুমের বাবা মরহুম আব্দুল করীম এবং মা সৈয়দা আমাতুজ জোহরা। তার স্ত্রী অধ্যাপিকা মমতাজ খান বর্তমানে মেয়ে খাদিজাতুলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ফাজলে রশিদের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বাংলাদেশের সাংবাদিকবৃন্দও শোক প্রকাশ করেন।

মরহুম অধ্যাপক আবু রুসদ মতিনুদ্দিন, মরহুম অধ্যাপক আবু জামাল, মরহুম অধ্যাপক আবু তৈয়ব, মরহুম বাজলে কাদের, মরহুম হেদায়ত মওলা, মরহুম খাদেমাতুল মওলা ও মরহুম শাহাদৎ মওলা এরা সবাই ফাজলে রশিদের সহোদর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও কণ্যা রেখে গেছেন। তার ছেলে অষ্ট্রেলিয়া প্রবাসী এবং মেয়ে নিউইয়র্কে অবস্থান করছেন।

বাংলাদেশ